ভাষাঃপঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের মানুষ বাংলা চলিত ও আঞ্চলিক ভাষায় কথা বলেন। আঞ্চলিক ভাষা সমূহের মধ্যে বৃহত্তর দিনাজপুর, কুমিল্লা, টাংগাইল ও ময়মনসিংহের ভাষায় কথা বলেন। অত্র ইউনিয়নে মুসলিম ও হিন্দু সম্প্রদায় বসবাস করেন।
সংস্কৃতিঃঅত্র ইউনিয়নের মানুষ সংস্কৃতি মনা। বছরের বিভিন্ন সময় অত্র ইউনিয়নে গানের আসর বসে। প্রতি বছর পহেলা বৈশাখে ঐতিহাসিক মহারাজার দিঘীর পাড়ে বৈশাখী মেলা বসে। এসময় উক্ত মেলায় প্রচুর লোক সমাগম হয়। দেশের বিভিন্ন জেলা হতে উক্ত মেলায় লোকজন আসেন এবং পহেলা বৈশাখে ইউনিয়নের বিভিন্ন জায়গায় পান্তা-ভাত আর ইলিশের অস্থায়ী দোকান বসে। এছাড়া উক্ত দিনে বাংলাদেশ-ভারত দুই গ্রাম বাংলার মানুষের কিছুক্ষণ সাক্ষাতের সুযোগ হয়। দেশের বিভিন্ন জায়গা হতে লোকজন তাদের ওপার বাংলায় রেখে আসা বা চলে যাওয়া আত্মীয়দের দেখার সুযোগ লাভ করেন।
অত্র ইউনিয়নে আগস্ট-সেপ্টেম্বর মাসে ফুটবল, ক্রিকেট, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করা হয়।