Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

খাল ও নদী

নদীঃ  অত্র অমরখানা ইউনিয়নের মধ্য দিয়ে ভারত হতে আসা তালমা ও চাওয়াই নদী প্রবাহিত হয়ে গেছে।

 

খাল-বিলঃ অত্র ইউনিয়নে দুইটি বিল রয়েছেঃ

 

১) শালামাড়া বিলঃ এই শালমাড়া বিলটি ৬,৫ ও ৯নং ওয়ার্ডের উপর অবস্থিত যার দৈর্ঘ্য প্রায় ০২কিঃমিঃ এবং প্রস্থ প্রায় ৪০/৫০ফুট । সারা বছর জুড়ে এই বিলটিতে পানি জমে থাকায় প্রচুর মাছ ও বিভিন্ন জাতের ফসল আবাদ করার সুযোগ পান এই এলাকার লোকজন।

 

২) টোকাপাড়া বিলঃ কিছু অংশ পুকুরের আকারে থাকা ০৯ নং ওয়ার্ডে অবস্থিত এ বিলের মোট দৈর্ঘ্য প্রায় ০২ কিঃমিঃ এবং প্রস্থ প্রায় ৩০/৩৫ফুট। শালমাড়া বিলের মত এখানেও সারা বছর প্রচুর মাছ অন্যান্য ফসল চাষাবাদ করা হয়।